Breaking News
Home / Uncategorized / ছিলট কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু

ছিলট কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু

আজ সকালে উপজেলা খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আ,লীগের সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড, মোঃ আমানত হোসেন খান, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা খাদ্য অফিসার আবু শামস মোঃ সফকত রানা, খাদ্য সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন প্রমুখ ।

সিংহশ্রী ইউনিয়নের কুড়িয়াদী গ্রামের কৃষক গোপাল চন্দ্র কাজ থেকে ২৪৮০ কেজি ও সাবেক মেম্বার ওয়াহিদ কাজ থেকে ২৪৮০ কেজি ধান ক্রয় করা হয়েছে। ইউনিয়ন ভিত্তিক লক্ষ্যমাত্রায় নিম্নে দেয়া হল সিংহশ্রী ইউনিয়ন ১৪৬ মেট্রিক টন, রায়েদ ইউনিয়ন ৯৫ মেট্রিক টন, টোক ইউনিয়ন ১৬১ মেট্রিক টন, বারিষাব ইউনিয়ন ১২৭ মেট্রিক টন, ঘাগুটিয়া ইউনিয়ন ১৬২ মেট্রিক টন,সনমানিয়া ইউনিয়ন ১৫০ মেট্রিক টন , কড়িহাতা ইউনিয়ন ১৭০ মেট্রিক টন, তরগাঁও ইউনিয়ন ২২৩ মেট্রিক টন, কাপাসিয়া ইউনিয়ন ১৬৬ মেট্রিক টন, চাঁদপুর ইউনিয়ন ১৯৬ মেট্রিক টন , দুর্গাপুর ইউনিয়ন ১৭১ মেট্রিক টন। উপজেলায় ১১ ইউনিয়নে পর্যায় ক্রমে ১৭৬৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে । উপজেলা খাদ্য অফিস এ তথ্য নিশ্চিত করেন।

About surmafarorkhobor

Check Also

ꠀꠉꠣꠝꠤ ꠈꠣꠁꠟ ꠡꠝꠛꠣꠞ ( ১ ꠎꠥꠘ) ꠕꠣꠇꠤ ꠍꠤꠟꠦꠐ-ꠓꠣꠈꠣ ꠞꠥꠐꠧ ꠚꠞꠔꠦꠈꠖꠤꠘ ৪ꠐꠣ ꠚꠦꠟꠣꠁꠐꠦ ꠚꠦꠍꠤꠘꠖꠣꠞ ꠀꠘꠣꠘꠦꠅꠀ ꠈꠞꠛꠧ⁕

ꠀꠉꠣꠝꠤ ꠈꠣꠁꠟ ꠡꠝꠛꠣꠞ ( ১ ꠎꠥꠘ) ꠕꠣꠇꠤ ꠍꠤꠟꠦꠐ-ꠓꠣꠈꠣ ꠞꠥꠐꠧ ꠚꠞꠔꠦꠈꠖꠤꠘ ৪ꠐꠣ ꠚꠦꠟꠣꠁꠐꠦ ꠚꠦꠍꠤꠘꠖꠣꠞ ꠀꠘꠣꠘꠦꠅꠀ ꠈꠞꠛꠧ⁕ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *