Breaking News
Home / ছিলট / রাজশাহীর বর্নালী মোড়ের জনপ্রিয় মুক্তা ভাইয়ের স্মৃতিকথা মনে পড়ে

রাজশাহীর বর্নালী মোড়ের জনপ্রিয় মুক্তা ভাইয়ের স্মৃতিকথা মনে পড়ে

নজরুল ইসলাম তোফা: কলকাতা যাওয়ার ইচ্ছে ছিল পাসপোর্ট ও ভিসা সহ প্রযোজনীয় যা কিছু অর্থ দরকার তা হাতে চলে এসে ছিল। কিন্তু হঠাৎ করোনা ভাইরাসের আক্রমণে সবকিছুর চিন্তা চেতনা থেকে এখন বহু দুরে। ভ্রমণ সাথী হিসেবে যাদের সাথে কথা হয়ে ছিল- তারাও হতাশ। আর কখনো যাওয়া হবে কি না, জানি না। তবুও আশা নিয়েই লকডাউনের সময় গুলো গৃহবন্দি অবস্থায় পার করছি।বাংলাদেশের বহুজঙ্গলে ঘুরেছি এককালে, যখন রাজশাহী চারুকলা বিভাগ এর ছাত্র ছিলাম। ছবি আঁকার উদ্দেশ্যে বন জঙ্গল সহ বিভিন্ন ধরনের মনোরম পরিবেশ ও স্হান দেখার ইচ্ছাআকাঙ্ক্ষা জীবনের সঙ্গে আজও রয়েছে। বেশ কিছু নাটকের শুটিংয়েই যখন বন জঙ্গলে যাওয়া হতো তখন কিযে ভালো লাগতো ভাষায় প্রকাশ করাটা খুব দূরহ ব্যপার। সেই ছবি আঁকা- আঁকি থেকে শুরু করেই নাটক এর অভিনয় করা পর্যন্ত অর্থাৎ তারুণ্যতার সেই স্মৃতিকথার দিনগুলো কখনো ভুল বার নয়। আরো কতো স্মৃতি কথা মনে জমা রয়েছে তাকি এ জীবদ্দশায় পুরন হবে, আজ সত্যি খুব ভাবনায় ফেলে। বলতেই চাই,- বাংলাদেশের ‘সুন্দরবন’ কখনও দেখা হয় নি। খুবই ইচ্ছা জাগে তিরিশটি বছর ধরেই যাবো- যাবো করে যাওয়া হলো না ‘সুন্দরবন’। আবার কলকাতায় দুই বার প্রস্তুতি নিয়েও যাওয়া হলো না। মনোবাঞ্ছা পূর্ণ কি- কখনো হবে?

বেশ ক’দিন ধরেই এমন মন কেমন যেন ছটফট করছে। প্যাকেজ টুর মারফত পর্যটকদের নানান জায়গায় নিয়ে যায়, রাজশাহী থেকে সুন্দরবন যাওয়া কিংবা কলকাতা যাওয়ার জন্য চমৎকার ব্যবস্থা আছে, তাও ১ ডেড় মাস আগে জেনে নিয়েছিলাম। আমার খুবই কাছে নয়ন ভাই ও ডেলটা ভাইসহ আরো বেশ কিছু বন্ধুরা মিলেই আগে কলকাতা এবং তারপরে সুন্দরবনে যাবো। আর এখানে বলে রাখি নাট্যকার ও পরিচালক শিমুল সরকার একটি ধারাবাহিক নাটক “সুন্দরবন এডভেঞ্চার” নির্মাণ করতে চেয়েছিলেন। যদিও তিনি সেই নাটকের প্রাথমিক নামটি দিয়েছিলেন। আমি হয়তো যে কোনো এক চরিত্রাভিনয় করবার সুযোগ হাতের নাগালে পেয়ে করোনাতে করাটা হলো না। বর্তমানের একরোনা ভাইরাসের কারণেই সেই সুন্দরবন সহ কলকাতায় যাওয়া হলোনা। মানুষ এখনও যেভাবে গৃহ বন্দি নাটকের কথা তো ভাবাই যায় না।

About surmafarorkhobor

Check Also

ꠀꠉꠣꠝꠤ ꠈꠣꠁꠟ ꠡꠝꠛꠣꠞ ( ১ ꠎꠥꠘ) ꠕꠣꠇꠤ ꠍꠤꠟꠦꠐ-ꠓꠣꠈꠣ ꠞꠥꠐꠧ ꠚꠞꠔꠦꠈꠖꠤꠘ ৪ꠐꠣ ꠚꠦꠟꠣꠁꠐꠦ ꠚꠦꠍꠤꠘꠖꠣꠞ ꠀꠘꠣꠘꠦꠅꠀ ꠈꠞꠛꠧ⁕

ꠀꠉꠣꠝꠤ ꠈꠣꠁꠟ ꠡꠝꠛꠣꠞ ( ১ ꠎꠥꠘ) ꠕꠣꠇꠤ ꠍꠤꠟꠦꠐ-ꠓꠣꠈꠣ ꠞꠥꠐꠧ ꠚꠞꠔꠦꠈꠖꠤꠘ ৪ꠐꠣ ꠚꠦꠟꠣꠁꠐꠦ ꠚꠦꠍꠤꠘꠖꠣꠞ ꠀꠘꠣꠘꠦꠅꠀ ꠈꠞꠛꠧ⁕ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *